চতুর্দিক থেকে তালেবান রাজধানী কাবুলে ঢোকা শুরু করেছে। এই অবস্থায় আফগানিস্তান সরকারের শীর্ষ কর্মকর্তারা কাবুলের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রধান কর্মকর্তা এক টুইট বার্তায় কাবুলের জনগণের উদ্দেশে বলেছেন, দয়া করে আপনারা উদ্বিগ্ন হবেন না, কোনো সমস্যা নেই। কাবুলের পরিস্থতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কী অবস্থায় আছেন সেটা জানা যায়নি। তিনি কোনো বক্তব্য দেননি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি রেকর্ডেড ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করেছিলেন।
অন্যদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নিরাপত্তা বাহিনী কাবুলে বহাল থাকবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের কয়েকজন জ্যৈষ্ঠ তালেবান নেতাকে যুক্ত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
এদিকে, এক বিবৃতিতে তালেবানের জ্যেষ্ঠ নেতারা তাদের যোদ্ধাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিশানা (টার্গেট) করা হবে না বলে জানিয়েছে তালেবান।
তবে তালেবানের এসব বিবৃতি সত্ত্বেও আফগান সরকারের কর্মকর্তাসহ সাধারণ মানুষ ভয়ে কাবুল ছাড়তে শুরু করেছে।