গতকাল সন্ধ্যার দিকে ভোটের প্রচারণায় গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিরুলিয়া বাজারের কাছে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই তোলপাড় রাজ্য ও জাতীয় রাজনীতি। কিন্তু এখন পর্যন্ত মোদি বা কেন্দ্রীয় অমিত শাহের কোনো বার্তা নেই। কারণ বিশিষ্ট কোনো ব্যক্তি বা রাজনীতিবিদ অসুস্থ বা আহত হলে সাধারণত তার সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতার ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম।
নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে ‘হুড়োহুড়িতে’ পড়ে গিয়ে আহত হন মমতা। বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পান তিনি। তার পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট রয়েছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. মণিময় বলেন, ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন।