শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
এ বিষয়ে পুলিশের মুখপাত্র অজিথ রোহানা জানান, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণ করেছেন।
বৃহস্পতিবার ক্যারোলিন জুরি এবং প্রতিযোগিতার প্রধান সংগঠক চান্ডিমাল জয়সিংহে’কে জেরা করেছে পুলিশ। তাদেরকে আগামী ১৯ এপ্রিল কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।