মহামারী করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত ইউরোপের দেশ ইতালিতে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। এ সিদ্ধান্ত ২৮ জুন থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ। এতে মারা গেছে ৩৮ লাখ ৮৯ হাজারের বেশি। এর মধ্যে ইউরোপের দেশ ইতালিতে আক্রান্ত ৪২ লাখ ৫৩ হাজার মানুষ। দেশটিতে মারা গেছে এক লাখ ২৭ হাজার জন।
দেশটিতে এখন সংক্রমণ অনেকটাই কমতে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় গত বছরের অক্টোবরে ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। সে সময় সংক্রমণ কমাতে সরকারকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত। বিশেষজ্ঞরা ধারণা করছেন ২৮ জুন নাগাদ পুরো ইতালিই হোয়াইট জোনের আওতায় চলে আসবে।