আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ যাত্রা নিয়ে বাড়ছে ক্ষোভ। জুলাইয়ের মাঝামাঝি এই ধনকুবের তার ভাইকে নিয়ে যেতে চান মহাকাশ ভ্রমণে। আর এর বিরুদ্ধেই চলছে গণস্বাক্ষর কার্যক্রম।
অবাক করা এ কাজে একজন-দুজন নন, ৩৫ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে সই করেছেন। তারা বলছেন, একাই হাজার হাজার কোটি ডলারের সম্পদের মালিকদের আর পৃথিবীতে থাকার দরকার নেই।
‘চেঞ্জ ডট অর্গ’ নামে একটি ওয়েবসাইটে শুরু হয় পিটিশন। পিটিশনের বিবরণীতে লেখা রয়েছে, বিলিয়নিয়ারদের অস্তিত্বই থাকা উচিত না। সেটা পৃথিবীতে যেমন, মহাকাশেও তেমন। তবে তারা যদি পরেরটি বেছে নেন, তাহলে তাদের সেখানেই থাকা উচিত।
মূলত অ্যাপোলো ১১ চন্দ্রাভিযানের ৫২তম বর্ষপূর্তি উপলক্ষে নিউ শেপার্ড নামে রকেট যাত্রা করবে মহাকাশে। পাশাপাশি রকেটের একটি আসন নিলামে তোলা হয়েছে।
১৪৩টি দেশ থেকে ৬ হাজার মানুষ সে আসনের জন্য নিলামে অংশ নিয়েছেন বলে জানিয়েছে বেজোস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্লু অরিজিন। নিলামে দর উঠেছে ৩০ লাখ ডলার পর্যন্ত।