ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের।
করোনাভাইরাসে এই প্রথম দেশটিতে একদিনে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশে মোট মৃত্যুর সংখ্যাও দুই লাখ পার করল। গত সাড়ে তিন মাসে দেশে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
তিন লাখ ৬০ হাজার নতুন সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।
করোনায় বেসামাল ভারতে পর পর ছয় দিন তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুদিন রোগী শনাক্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে যায়। একদিনে একক কোনো দেশে করোনা শনাক্তের রেকর্ডও হয়েছে কয়েক দিন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
তিন কারণে করোনার ভয়াবহ থাবায় ভারতে এই করুণ পরিণতি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কারণগুলো হলো— স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণজমায়েত, অতিসংক্রামক করোনার ধরন ও টিকাদানের নিম্ন হার। খবর রয়টার্সের। এক হিসাবে দেখা যায়, প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে মাত্র ১০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।