ভারতে দুইটি রাজ্য ঘুরেও করোনা আক্রান্ত বাবার জন্য হাসপাতালে শয্যা পাননি এক ছেলে । অপারগ হয়ে ছেলে আকুতি জানিয়েছেন, হয় বাবাকে একটা শয্যা দিন অথবা তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সাগর কিশোর নহারশেটিভার নামের এক ছেলে তার বাবাকে নিয়ে হাসপাতালের খোঁজে ঘুরেছেন মহারাষ্ট্র ও তেলেঙ্গানা দুইটি রাজ্যে। বহু হাসপাতালে গিয়েও পাননি একটি শয্যা।
সাগর কিশোর বলেন, গতকাল দুপুর ৩ টা থেকে আমি চলাফেরা করছি। প্রথমে আমি ওয়ারোড়া হাসপাতালে গিয়েছিলাম, তারপরে চন্দ্রপুরে। শয্যা না থাকায় আমরা বেসরকারী হাসপাতালগুলোতে গেলাম।
এত ঘন্টা পরে এম্বুলেন্সে তার বাবার অক্সিজেন এখন ফুরিয়ে এসেছে। সাগর কিশোর আক্ষেপ করে বলেন, হয় আপনি তার জন্য একটি শয্যার ব্যবস্থা করুন, বা আপনি একটি ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করুন। আমি তাকে এভাবে বাড়িতে নিয়ে যেতে পারি না এবং আপনার কোনো শয্যা নেই।