বিয়ের মন্ত্র পড়তে পড়তেই পুরোহিতকে আচমকা কষিয়ে থাপ্পড় দিলেন কনে। কথাকাটাকাটির এক পর্যায়ে চড় দিয়ে বসলেন বরকেও। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বর ও কনের বাড়ির শতাধিক আত্মীয় হাসি আনন্দে মেতেছেন। লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে কনে। নাচ-গান চলছে হরদম। শেরওয়ানি পাগড়িতে বর। ঠিক এমন আনন্দঘন মুহূর্তে আচমকাই বাড়ি ভর্তি আত্মীয়ের সামনেই পুরোহিত ও বরকে চড় বসিয়ে দিলেন নববধূ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। এরপরই ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, বিয়ের মণ্ডপে বসে তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবোচ্ছেন বর। এই ঘটনা পছন্দ হয়নি কনের। কিন্তু বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে যান। পুরোহিতকে থামতে বলেন, কিন্তু পুরোহিত কথা বাড়ালে প্রথমে তাকে ও পরে বরকেই চড় বসিয়ে দেন কনে। চড় খেয়ে বর মুখ থেকে ফেলে দেন সেই তামাক।
তবে এই পুরো ঘটনা যে তামাক চিবানোর জন্য ঘটেছে তা ভিডিও এবং তাদের কথোপকথনেই বোঝা যায়।
সূত্র: নিউজ ১৮