মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন,তার জন্য বরাদ্দকৃত বিশেষ এয়ার ফোর্স ওয়ান বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় তিন-তিন বার হোঁচট খেয়ে পড়েছেন । খবর দ্য গার্ডিয়ান।
জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ মার্চ) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন তিনি। লম্বা সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় সিঁড়ির মাঝ বরাবর পৌঁছাতেই প্রথম হোঁচট খান বাইডেন। সঙ্গে সঙ্গেই দ্বিতীয় হোঁচটে আবারও পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
আবারও হাঁটা শুরু করলে তৃতীয় দফায় হোঁচট খান। সিঁড়ির ওপর পড়ে যান ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট । আবারও উঠে দাঁড়িয়ে এবার যেন একটু ক্ষান্ত বাইডেন।
এ ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জ্যাঁ পিয়েরে বলছেন, ‘তখন খুব বাতাস হচ্ছিল। ওপরে উঠতে বেশ বেগ পেতে হচ্ছিল। তিনি (প্রেসিডেন্ট বাইডেন) শতভাগ ঠিক আছেন।’