মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জো বাইডেন।তিনি জি-সেভেন সম্মেলনে যোগ দিতে বুধবার লন্ডনে পৌঁছান। বাইডেন আট দিনের এই সফরে ইউরোপীয় নেতাদের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।রয়েল বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা।এরপরে, মার্কিন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে যুক্তরাজ্যে থাকা মার্কিন সেনা সদস্যরা তাকে স্বাগত জানান।
এক বক্তব্যে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আবারও তাদের অবস্থানে ফিরে এসেছে। তিনি জানান বিশ্বকে নেতৃত্ব দিতে তার দেশ প্রস্তুত।এরপর, জি-সেভেন এর এবারের সম্মেলন যেখানে হবে সেই নিউকুয়েতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এখানে তাকে স্বাগত জানান ব্রিটিশ কর্তৃপক্ষ।
বাইডেন প্রেসিডেন্ট হয়ে প্রথমবার বিদেশ সফরে

daily update bd