কথায় আছে, প্রেম-ভালোবাসা মানে না কোনো ধর্ম, বর্ণ বা দেশের সীমানা। প্রচলিত এই কথাটিই যেন ইদানীং প্রমাণিত হচ্ছে বারবার। তবে এই ঘটনাটি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তা ছড়িয়েছে পশু-পাখির মধ্যেও। পশু-পাখিও প্রেমের টানে এক দেশ থেকে অন্য দেশে যায়। যার প্রমাণ একটি গণ্ডার।
জানা যায়, নতুন সঙ্গীর খোঁজে তাইওয়ান থেকে জাপানে গিয়েছে একটি সাদা গণ্ডার। সেখানে এমা নামে ওই মাদী গণ্ডারটির সম্ভাব্য প্রেমিক হতে চলেছে ১০ বছর বয়সী মোরান নামে আরেকটি সাদা গণ্ডার। উভয়ই বর্তমানে জাপানের টোবু চিড়িয়াখানায় আছে। সঙ্গী প্রেমিকের সাহায্যে বংশবৃদ্ধি করবে এমা।
তাইওয়ানে মোট ২৩টি গণ্ডার ছিল। এর মধ্যে জাপানে পাঠানোর জন্য বেছে নেয়া হয়েছে ৫ বছর বয়সী এমাকে। শান্তশিষ্ট চরিত্রের গণ্ডারটি খুব কমই লড়াইয়ে জড়ায়। পৃথিবী থেকে ক্রমশ বিলুপ্ত হতে চলেছে সাদা গণ্ডার। বর্তমানে পুরো বিশ্বে মাত্র এক হাজার ৮০০টির মতো এই প্রজাতি রয়েছে। তাই এশিয়ায় এটির বংশবৃদ্ধির চেষ্টা চলছে। সে জন্যই এমাকে জাপানে পাঠানো। তাইওয়ানের লিওফু সাফারি পার্ক থেকে প্রায় ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে জাপানের টোবু চিড়িয়াখানায় পৌঁছায় এমা।