বিশ্বে ক্রমাগত করোনা সংক্রমণ বাড়ছে। এবার তাই সংক্রমণ ঠেকাতে নড়েচড়ে বসল গুগল। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে সম্পূর্ণ নিজস্ব খরচে করোনার ভ্যাকসিন পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলোতে মোট আড়াই লাখ করোনা ভ্যাকসিনের ডোজ বিতরণ করবে গুগল।
এ বিষয়ে আন্তর্জাতিক ভ্যাকসিন প্রদানকারী সংস্থা গাভির সঙ্গেও গুগল চুক্তি করেছে।
ভ্যাকসিনবিষয়ক পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টে গুগলের পক্ষ থেকে বিজ্ঞাপনের জন্য দেওয়া হবে ২৫ কোটি টাকা।
তবে কোথায় কোথায় করোনার ভ্যাকসিন পাওয়া যাবে তা চাইলেই গুগল ম্যাপে দেখে নিতে পারবেন টিকাপ্রার্থীরা। গত
বছরের মার্চ মাসেও অতিমারি মোকাবিলায় প্রায় ৮০ কোটি টাকা সহায়তা দিয়েছিল গুগল।
তবে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলেছে এমন ভিডিও প্রকাশ করে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছে গুগলের ভিডিও সংস্থা
ইউটিউব। গুগলের উদ্যোগে করোনা পরীক্ষার একটি প্রকল্পও ক্যালিফোর্নিয়ায় এক বছরের বেশি চলেনি। সংস্থার নতুন এই
উদ্যোগ করোনার বিরুদ্ধে লড়াইয়ে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।
সংগ্রহিত