ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির খানাকুলে নির্বাচনি প্রচারকালে দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। -নিউজ এইটিন এর প্রতিবেদনে জানা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ মার্চ ঢাকা সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দুই দিনের সফরের আগে-পরে এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এসব বিষয়ে হুগলির সভায় মমতা বলেন, বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করেছেন ‘নরেন্দ্র মোদি।