তরুণীর বাড়ি থেকে তাদের প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি।
আপত্তি সত্ত্বেও বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল এক তরুণীকে। কিন্তু বহু বছরের প্রেমিককে একমুহূর্তের জন্যও ভোলেননি তিনি। তাই বিয়ের মাত্র একদিন পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই প্রেমিকে বিয়ে করেছেন অনু কুমারী নামের ওই তরুণী।
ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের সুলতানগঞ্জে এই ঘটনা ঘটে।
জানা গেছে, অনু কুমারীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল আশু কুমার নামের এক যুবকের। কিন্তু আনুর পরিবারের লোকজন সেই সম্পর্ক মেনে নেয়নি। তারা অন্য এক ছেলের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয় আনুর। তবে শ্বশুরবাড়ি গিয়ে আনু স্পষ্ট জানিয়ে দেন, স্বামী হিসেবে অন্য কাউকে মানতে পারবেন না তিনি। এরপর বুধবার (৯ জুন) প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নববধূ।
শ্বশুর বাড়ি থেকে পালানোর পর ভাগলপুরের সুলতানগঞ্জ স্টেশন থেকে ব্যাঙ্গালুরুগামী ট্রেনে ওঠেন ওই যুগল। ঝুঁকি এড়াতে চলন্ত ট্রেনেই বিয়ে সেরে নেন তারা। ট্রেনে টয়লেটের সামনেই ভালবাসার মানুষের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন যুবক। ট্রেনের কোনো এক যাত্রী সেই মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দ্রুত সেই ছবি ভাইরাল হয়।
সূত্র: হিন্দুস্থান টাইমস