ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলে ফেরিডুবির ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৭ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে পূর্ব জাভা উপকূল থেকে বালি দ্বীপের যাওয়ার সময় যাত্রীবাহী ফেরিটি হঠাৎ ডুবে যায়।
ওই ফেরিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন বেশ কয়েকজন। পরে অভিযান চালিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ বাকিরাও বেঁচে নেই বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় একটি যাত্রীবাহী ফেরি। এতে মারা যান দেড় শতাধিক মানুষ।