অবরুদ্ধ পশ্চিম তীরের বেইতা এলাকায় ইসরায়েলি সেনার গুলিতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি, টিয়ারশেল, রাবার আবৃত স্টিল পেলেট নিক্ষেপ করেছে।