ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছেছেন। শনিবার (২৭ মার্চ) কালীমন্দিরে তাকে বরণ করা হয়। সেখানে তিনি বিভিন্ন আচার-আচরণ পালন করেন এবং পূজা-প্রার্থনা করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শনে আসেন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির আগমন ঘিরে পুরো ঈশ্বরপুরে সাজ সজ্জা। কালীমন্দিরকে সাজানো হয়েছে বিভিন্ন রঙে। প্রস্তুত করা হয়েছে স্থানীয় এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে টাঙানো হয়েছে বাংলাদশ ও ভারতের পতাকা।আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করেছে। আরও রয়েছে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা।
তিনি দুই দিনের সফরে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসেন।
কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেনঃ মোদি

Daily Update Bd