স্পেনের বার্সেলোনার একটি কারাগারে পাওয়া গেছে জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির উদ্যোক্তা জন ম্যাকাফির মৃতদেহ। কর ফাঁকির একটি মামলায় তাকে যুক্তরাষ্ট্রে ফেরত দেয়ার ব্যাপারে স্পেনের একটি আদালত সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃতদেহ পাওয়া যায়।
কাতালান বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সব ইঙ্গিত’ দেখে মনে হচ্ছে ম্যাকাফি আত্মহত্যা করেছেন।
২০২০ সালের অক্টোবরে কর ফাঁকির মামলায় স্পেনে ম্যাকাফিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি তুরস্কে যাওয়ার চেষ্টা করছিলেন। তার নামে সম্পদ গোপন এবং বেনামে সম্পদ রাখারও অভিযোগ রয়েছে।