কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। গতকাল শুক্রবার এ হামলা হয়। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইভান দুক।
কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, তাকে বহন করা হেলিকপ্টার লক্ষ্য করে শুক্রবার গুলি করা হয়েছে। কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি ছোড়া কাপুরুষোচিত হামলা ছাড়া কিছুই নয়।
প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, এ হামলায় কেউ আহত হয়নি। এ হামলার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।
কলম্বিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিওস এবং নর্তে দে সান্তান্দেরের গভর্নর সিলভানো সেরানো।
ভূমি ও সম্পদ বণ্টনের বৈষম্যের বিরুদ্ধে ১৯৬৪ সাল থেকে লড়ছে সংগঠনটি। চলতি মাসের শুরুতে স্থানীয় একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সামরিক উপদেষ্টাসহ মোট ৩৬ জন আহত হন।