করোনাভাইরাসেআক্রান্তহয়েছেন- এমনগুজবেরপরদেশটিরসরকার তানজানিয়ারপ্রেসিডেন্টজনমাগুফুলিহৃদরোগেমৃত্যুবরণকরেছেনবলেনিশ্চিতকরেছে।তারবয়স৬১বছর হয়েছিল ।গত বুধবার হৃদযন্ত্রের সমস্যায় দেশটির দারুস সালাম শহরের একটি হাসপাতালে মাগুফুলি মৃত্যুবরণ করেছেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।তিনি গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন । দুই সপ্তাহ ধরে নানান গুজব শোনা যাচ্ছিল তার শারীরিক অবস্থা সম্পর্কে ।
বিরোধীদলীয় রাজনীতিবিদরা বলছিলেনন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তবে নিশ্চিত হওয়া যায়নি সেই তথ্য । বিরোধীদলীয় রাজনীতিবিদরা বলছিলেনন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি । তবে নিশ্চিত হওয়া যায়নি সেই তথ্য ।
ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান জানান, গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে তিনি সে সময় হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আবারো ১৪ মার্চ অসুস্থ বোধ করলেন তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন।
তানিজানিয়ায় তার মৃত্যুতে ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা এই সময়ে অর্ধনমিত থাকবে। তানিজানিয়ায় তার মৃত্যুতে ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা এই সময়ে অর্ধনমিত থাকবে।
তানজানিয়ার সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
গত বছর মাগুফুলির গ্রহণ করা ৫ বছর মেয়াদের বাকিটা সময় দায়িত্ব পালন করবেন তিনি। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি মাগুফুলিকে জনসম্মুখে দেখা যায়।