যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস বিমানবন্দরে এক যাত্রী চলন্ত বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে জানালা খুলে নিচে ঝাঁপ দেন।
দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লসঅ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।
এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, ইউনাইটেড এক্সপ্রেস এয়ারলাইনের একটি বিমানে গত শুক্রবার এ ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ আহত ওই যাত্রীকে রানওয়ের পাশে ট্যাক্সি চলাচলের রাস্তা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চাঞ্চল্যকর এ বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ককপিটে প্রবেশে ব্যর্থ হয়ে ওই যাত্রী ইমার্জেন্সি ডোর খুলে রানওয়েতে চলমান অবস্থায় ঝাঁপ দেন ওই যাত্রী।