একই সঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন মরক্কোর এক হাসপাতালে হালিমা চিসে নামের এক নারী। হালিমা মঙ্গলবার (৪ মে) সফলভাবে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। হালিমার ৯ সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে আর চারটি ছেলে।
গত মার্চ মাসে মালির চিকিৎসকেরা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় তার বিশেষায়িত সেবা দরকার। তারপর তাকে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ মরক্কোতে পাঠায়।সদ্যোজাত সন্তানেরা ও তাদের মা ভালো আছেন।
যদি হালিমার ৯ সন্তানই বেঁচে যায় তবে তা ২০০৯ সালে একইসঙ্গে ৮ সন্তানের মা হওয়া নাদিয়া সুলেমানের ৮ সন্তান প্রসবের বিশ্বরেকর্ড ভাঙবে।
একইসঙ্গে ৯ সন্তান প্রসব!
