ভয়াবহতার নজির সৃষ্টি করেছে করোনা। ক্রমশই বাড়ছে সংক্রমণ। পরপর কয়েকদিন যাবৎ সাড়ে ৩ লক্ষের বেশিই রয়েছে করোনা সংক্রমণ। মারণ ব্যাধির দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই মহামারীর এই বিভৎস রুপ উৎকন্ঠা আর উদ্বেগ বাড়িয়ে তুলছে আমজনতার। কোনও ভাবেই মিলছেে না স্বস্তি। বরং পরিস্থিতি ক্রমশ চলে যাচ্ছে নাগালের বাইরে।
আর এই অবস্থায় ফের প্রকাশ্যে এল করোনায় মৃত রোগীর দেহ সৎকার নিয়ে মর্মান্তিক ঘটনার খবর। তবে এবার ঘটনাস্থল রাজধানী বা মহারাষ্ট্র নয়। খোদ অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্সের অভাবে করোনায় মৃত মহিলাকে বাইকে চাপিয়ে দেহ সৎকারের জন্য শ্মশানে ছুটলেন ছেলে ও নাতি।
মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাক্কুলাম জেলায়। জানা গিয়েছে, করোনায় মৃত ওই মহিলার নাম মান্দাসা মন্ডল(৫০)। তাঁর শরীরে করোনার লক্ষণ থাকায় কোভিড টেস্টের জন্য তাঁকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হলে করোনা রিপোর্ট হাতে আসার আগেই সেখানে মারা যান তিনি।
এই বিষয়ে মৃতার ছেলে জানিয়েছেন, ওই ডায়াগনস্টিক সেন্টারের বাইরে তাঁর মা মারা গেলে সেখানে তাঁরা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন। ঘটনার অনেক্ষণ পরও একটা অ্যাম্বুলেন্সও জোগাড় না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা নিজেদের বাইকে মৃত মাকে চাপিয়ে গ্রামের শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসেন৷
এদিকে যেখানে গত বছর করোনার অতিমারীর শুরুতে অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে করোনা সংক্রমিত রোগীদের সহায়তায় ১০৮৮ টি অ্যাম্বুলেন্স এবং ১০৪ টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করেছিল। সেখানে দাঁড়িয়ে এমন মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক। নিন্দার ঝড় বইছে রাজনৈতিক মহলে।