বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলার অতিক্রম করেছে। শনিবার বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ১১৯ ডলারে । ২৪ ঘণ্টায় এই ক্রিপ্টোকারেন্সির মূল্য ৭ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এই মুদ্রার বর্তমানে মূল্য ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার। ভার্চুয়াল এই মুদ্রার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে জো বাইডেন ক্ষমতায় আসার পর বুধবার ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের করোনা প্যাকেজ বিল কংগ্রেসে পাস হয়। এই করোনা প্যাকেজ ঘোষণার পরই বিটকয়েনের উত্থান হলো ।
নতুন বছরে বিটকয়েনের দাম বেশ দ্রুত বাড়ছে । বিটকয়েনের দাম গত বছরের শেষ দিক থেকে এ পর্যন্ত দাম বেড়ে তিন গুণ হয়েছে । বিটকয়েনের দাম বৃদ্ধিতে মহামারি করোনা ভাইরাসও প্রভাব ফেলেছে। কেননা, লকডাউন ঘোষণা করা হলে বিশ্বের অধিকাংশ মানুষই ঘরে বসে প্রয়োজনীয় লেনদেন কেনাকাটাসহ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করেছেন। এদিকে ক্রিপ্টোকারেন্সি নিউজ ওয়েব কয়েনডেস্ক’রএক প্রতিবেদন বলছে, চলতি বছর ২৮ হাজার ৯০০ ডলারে বিটকয়েন যাত্রা শুরু করেছিল। জানুয়ারির শুরুতেই ৪০ হাজার ডলার দাম ছাড়িয়ে যায় । কিছুদিন পরই ৩০ হাজারে নেমে যায় দাম কমে। পরবর্তীতে আবার দাম বৃদ্ধি পায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার বিনিয়োগ করলে ফের ভার্চুয়াল এই মুদ্রার। ১৬ ফেব্রুয়ারি ৫০ হাজার ডলার এবং সপ্তাহ পার হওয়ার আগেই ২১ ফেব্রুয়ারি ৫৮ হাজার ডলার অতিক্রম করে। মার্চে ৬০ হাজারে স্পর্শ করে এই দাম।