করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অভিনেতা আবুল হায়াতের জন্য প্লাজমা পাওয়া গেছে। ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তার মেয়ে নাতাশা হায়াত।
৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি আছেন আবুল হায়াত। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
নাতাশা জানান, তার বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা দরকার ছিল। তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। প্লাজমা পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
নাতাশা বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’