ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেইস হোল্ডার্স কমিউনিটি অফ বাংলাদেশ সংগঠনের কৃতজ্ঞতা প্রকাশ| শিরোনাম
গত ৩০ জুন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ০১জুলাই/২১ থেকে ৭ দিন ব্যাপী কঠোর লকডাউনের মধ্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে চলমান ইন্টারভিউ কে লকডাউনের আওতামুক্ত করে একটি সার্কুলার জারি করা হয়।ফলে ইউএসএ পারিবারিক ইমিগ্র্যান্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসার অপেক্ষামান হাজার হাজার ব্যক্তি অনেক উপকৃত হয়েছেন।
উক্ত সার্কুলার জারি করার জন্য “ইউএসএ ইমিগ্রান্ট ভিসা পেন্ডিং কেইস হোল্ডার কমিনিউনিটি ফ্রম বাংলাদেশে” সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশে ইউএসএ দূতাবাসে ইন্টারভিউ কে লকডাউনের আওতামুক্ত করে সার্কুলার

daily update bd