জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক এমপি মহোদয় এর নির্দেশে সংগঠনের লক্ষ্মীবাজার কার্যালয়ের সৈয়দ শামসুল হক হলে সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন এর সভাপতিত্বে, কেন্দ্রীয় সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোঃ আহসান সিদ্দিকী এর সঞ্চালনায়,
কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়ার সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সহসভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন মাঝি, উদ্বোধক ছিলেন বাফার সাধারণ সম্পাদক, আদি ঢাকা সাংস্কৃতিক জোট এর সিনিয়র সহসভাপতি ও দর্জীবাড়ির স্বত্বাধিকারী জনাব মোঃ ফজলুর রহমান ঢালী,

প্রধান বক্তা সংগঠন কেন্দ্রীয় সমন্বয়কারী ও সহসভাপতি জনাব জায়েদুল হক, বিশেষ অতিথি সংগঠনের সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা, সূত্রাপুর থানা আওয়ামী সহসভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন মূসা, বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এর চেয়ারম্যান, দক্ষ সংগঠক, লেখক ও স্যোসাল রিফর্মার ডা. অসিত মজুমদার, মোঃ মোজাম্মেল হক সরদার, শাহীন রানা, শামীম চৌধুরী শ্যামল, সাংগঠনিক সম্পাদক প্রীতম আহমেদ বাবুল, এফ রহমান রূপক, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, উপ দপ্তর সম্পাদক এস এম আরাফাত আকরাম, সহ অর্থ সম্পাদক আসমা, কার্যকরী সদস্য চিত্র নায়িকা সুমাইয়া শিমু, মোঃ জামাল উদ্দিন মোল্লা, মডেল শারাহ আলম, মোঃ রেজাউর রহমান রেজা, চাঁদপুর জেলার আহবায়ক জনাব ইদ্রিস দেওয়ান, নরসিংদী জেলার আহবায়ক জনাব মোঃ মামুন মিয়া, যুগ্ম-আহবায়ক শিশু রঞ্জন ঘোষ, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ এরফান উদ্দীন সাজান, কার্যকরী সদস্য যুথি গোস্বামী, আয়েশা সিকদারসহ অসংখ্য নেতাকর্মী ও শতাধিক শিশু কিশোর এবং অভিভাবক ।
অনুষ্ঠানে গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মননা স্মারক প্রদান করেন। সংগঠনের সহসভাপতি মোঃ মোজাম্মেল হক সরদার স্যোসাল রিফর্মার ডা. অসিত মজুমদারের হাতে সম্মননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন উপলক্ষে ১০৩ জন শিশুকে পুরস্কার দেওয়া হয়েছে। বক্তারা জাতির পিতার রাজনৈতিক কর্মময় জীবন তুলে ধরার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে ঘরে ফেরার শপথ করেন। পরে তারা সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক এমপি মহোদয় পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিটি স্তম্ভকেই শক্তিশালী রাখতে হবে অন্যথায় রাষ্ট্রের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে। আজকে যাত্রা শুরু করা দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকাটির প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেচে থাকলে সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলন করতে হত না। বাংলাদেশ অনেক আগেই উন্নত হত এবং সাংবাদিকদের দাবি দাওয়াও পূরণ হয়ে যেত।
মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমানে বিভিন্ন গণমাধ্যম যেমন স্বাধীনতা ভোগ করছে অতীতে কখনো এত স্বাধীনভাবে কাজ করতে পারে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে স্মার্ট সাংবাদিক তৈরিতে সব ধরণের সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এছাড়া অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
ইমরান হোসাইন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, পত্রিকার নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন। আরো উপস্থিত ছিলেন মোঃ হেদায়েত উল্লাহ রুমেল, ফয়সাল মুন্সী, মোঃ রবিউল হেসেন, রবিন মিত্র, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী রিমন, শাহ আলম, মোঃ ইউনূস আলী, মোঃ ইসমাঈল হোসেন, আঃ আলীমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।
প্রখ্যাত চিকিৎসক, দক্ষ সংগঠক, সফল উদ্যোক্তা, সমাজসেবক, লেখক, সমাজের পরতে পরতে জিজ্ঞাসু দৃষ্টিতে চষে বেড়ায় যার চোখ একজন স্যোসাল মোটিভেটর এবং গতানুগতিক ব্যবসা না করেও যিনি সকলের চোখে অন্যতম বিজনেস আইকন এবং বহু সংগঠন ও প্রতিষ্ঠানের জন্মদাতা সেই ডা. অসিত মজুমদারকে চেয়ারম্যান এবং ঢাকার ব্যবসায়ী স্যোসাল মোটিভেটর ও সমাজসেবক মাসুদুর রহমান নিজামকে মহাসচিব করে ১২ সদস্য বিশিষ্ট জাতীয় পরিচালনা পর্ষদ এবং ১০১ সদস্যের ঐতিহাসিক আটাশি বহুমুখী সমবায় সমিতি গঠন করা হয়।

সমিতির দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ সমাজ সেবক মো: আলী আশরাফ উদ্দীন এবং সাইফ মল্লিকসহ অন্যান্য সদস্যগণ হচ্ছেন ভাইসচেয়ারম্যান এস. কে. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক মোঃ কামাল হোসেন, যুগ্মমহাসচিব বিজনেস আইকন, স্যোসাল মোটিভেটর ও সমাজ সেবক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শিক্ষক ও সমাজ সেবক রোকেয়া বেগম, চাকুরীজীবী ও সমাজ সেবক অসীম কুমার মজুমদার, সমাজ সেবক শফিক হাসান, গৃহিনী ও সমাজ সেবক সৈয়দা নাসরিন পান্না, ব্যবসায়ী ও সমাজ সেবক উম্মে আসমা নাজ,শিক্ষক ও সমাজ সেবক রুচিরা দেওয়ান, চাকুরীজীবী ও সমাজ সেবক পুলক আনোয়ার, ব্যবসায়ী ও সমাজ সেবক এনামুল হক জুয়েল।
দেশের প্রাচীনতম নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী।
১৭ মার্চ ২০২৩ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ টায় ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তন’ নজরুল ভবন, বেলালাবাদ কলোনি, (মগবাজার মোড় সংলংগ্ন) ঢাকা, আজীবন সংগীত সাধনার স্বীকৃতি স্বরূপ ‘নজরুল একাডেমী’ বাংলাদেশের তিনজন কৃতি সন্তান/শিল্পীকে উস্তাদ উপাধিতে ভূষিত করবে। তাঁরা হলেন: ফিরোজ খান (সেতার), গাজী আব্দুল হাকিম (বাঁশী) ও মোঃ ইউসুফ খান (সরোদ)।

আমেরিকা প্রবাসী উচ্চাঙ্গ সংগীত সাধক উস্তাদ হামিদ হোসাইন এর নেতৃত্বে কোলকাতা থেকে আগত ভারতীয় কয়েকজন সংগীত শিল্পী যথা: শ্রীমতী সোহিনী রায় চৌধুরী (উচ্চাংগ), পন্ডিত সমীর রায় চৌধুরী (তবলা-কন্ঠ), সুভ্রাংশু দাস (তবলা) ও পন্ডিত কেশব বানার্জি (হারমোনিয়াম) মঞ্চে পরিবেশনায় অংশগ্রহণ করবেন।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন: উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি ও লালন গীতির সম্রাজ্ঞী শিল্পী ফরিদা পারভীন।

সভাপতিত্ব করবেন: নজরুল একাডেমীর কার্য নির্বাহী পরিষদের সভাপতি সাবেক রাষ্ট্রদূত ও সচিব মসয়ুদ মান্নান। বক্তব্য রাখবেন: উস্তাদ হামিদ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করবেন: নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠশিল্পী মিন্টু রহমান। ‘সুর সাকী’র উঁচু মানের এই বিশেষ ও মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
ঢাকা কলেজ ৯০ ব্যাচের কার্যকরী পর্ষদ (২০২৩ -২৪) নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০মার্চ (শুক্রবার) এই উপলক্ষে হৃদয়ের টানে বন্ধুরা মিলিত হয়েছিল বুয়েট গ্রাজুয়েট ক্লাব,বনানীতে।

বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া- ১ ও মুস্তাফিজুর রহমান( বাপ্পি), বিশিষ্ট গীতিকার দুইজনকে সম্বর্ধনা দেয়া হয়। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত ও পূর্নতা দিয়েছে। আমন্ত্রিত দুইজনকে ক্রেস্ট প্রদান করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগ্রাম ও বাপ্পি কলেজ জীবন স্মরণ করেন আর বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে নিজেদের গুনীজন বলায় লজ্জিত বোধ করেন বলে জানান।

উল্লেখ্য, কলেজ ব্যাচ ৯০ এসোসিয়েশন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন।
রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে গতকাল অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্টের গাড়ি থেকে ছিনতাই হওয়া ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইয়ের ৯ ঘণ্টা পর মহানগর গোয়েন্দা পুলিশ খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেছে। জড়িত থাকার অভিযোগে মানি প্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুই জন পরিচালকসহ সাত জনকে আটক করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ-সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেডে যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করেছে, ঐ গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা (চারটি ট্রাংকে) ছিল।
পরে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। থানার পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা এই ছিনতাইয়ের ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ৯ ঘণ্টা পর ডিবি পুলিশ জানায়, রাজধানীর খিলক্ষেত থেকে ডাকাতি হওয়া টাকা বহনকারী হাইয়েস গাড়িটি উদ্ধার করেছে তারা। গাড়িতে টাকাভর্তি তিনটি ট্রাংক পাওয়া গেছে। চতুর্থ ট্রাংকটি উদ্ধারে অভিযান চলছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার বলেন, টাকার গাড়িটি অনুসরণ করছিল একটি কালো রঙের হাইয়েস গাড়ি। উত্তরার মেট্রোরেলের ১ নম্বর স্টেশন থেকে তুরাগের দিকে ঢোকার পথে কালো মাইক্রোবাসটি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে প্রথমে তিন জন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানি প্ল্যান্টের গাড়িতে থাকা লোকদের নামিয়ে দিয়ে টাকাভর্তি গাড়িসহ পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর গাড়ি রেখে ট্রাংকভর্তি টাকা নিজেদের (ছিনতাইকারীদের) ব্যবহৃত গাড়িতে তোলে। এরপর ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
প্রিয় তারকাকে কাছ থেকে দেখার ইচ্ছে সবারই থাকে। কারও সেই ইচ্ছে পূরণ হয়, কারও অপূর্ণই থেকে যায় আজীবন। আবার কেউবা পছন্দের তারকার জন্য ঘটিয়ে বসেন অদ্ভুত ঘটনা। তেমনই এক ঘটনা ঘটেছে বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২ মার্চ) শাহরুখ খানের সাক্ষাৎ পেতে তার দুই ভক্ত সবার চোখ ফাঁকি দিয়ে হাজির হয় কিং খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাইরের দেওয়াল টপকে দুই ব্যক্তি মান্নাতের মধ্যে ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তারা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান, তারা গুজরাট থেকে সেখানে যান শুধুমাত্র একটিবার প্রিয় অভিনেতা শাহরুখকে দেখার জন্য।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২০ থেকে ২২ বছর।
ইতোমধ্যে আটক যুবকদের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী ট্রেসপাসিং (অবৈধ অনুপ্রবেশ) কেস ফাইল করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী হাজার কোটি রুপির ব্যবসা করেছে। ব্যবসা করার নিরিখে সিদ্ধার্থ আনন্দের এই সিনেমাটি একের পর এক মাইলস্টোন তৈরি করে যাচ্ছে। সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেন সালমান খান।
সাঈদ মাহমুদ আলী রেজা: বিভিন্ন জাতিগোষ্ঠীতে নামকরন প্রথা বা নেইমিং কনভেনশন এবং আমদের প্রেক্ষাপটঃ
(২য় পর্ব)
নামকরন প্রথা বা নেইমিং কনভেনশন নিয়ে আমাদের দেশের প্রসংগে আসি…
সম্ভবত আমরা বাংলাদেশিরা খুব অল্প কিছু জাতি গোষ্ঠির একটি যাদের কোন নেইমিং কনভেনশন নেই। ইচ্ছে মতো নাম রাখি আমরা। নিয়ম কানুনের বালাই নেই।
আমাদের সমাজে যুগ যুগ ধরে যেটা চলে আসছে সেটা হলো, প্রতিজনের দুটো করে নাম থাকে। ভালো নাম ও ডাক নাম। বাঙালী মুসলমানদের বংশগত নামের প্রচলন প্রায় উঠে গেছে বললেই চলে।
১. ভালো নামঃ ভালোনামটি প্রধানতঃ কাগজে কলমে, নথিপত্রের কাজে ব্যবহারের জন্য। এছাড়া ফর্মাল সম্পর্কের ক্ষেত্রে ভালো নামের একটি অংশ বা পুরো অংশ ব্যবহার করা হয়ে থাকে।
২. ডাকনামঃ এটি ব্যবহৃত হয় পরিচিত মহলে, বন্ধুবান্ধব পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে। কোন দাফতরিক কাজে সাধারনত এর ব্যবহার নেই।
অবশ্য অনেকের ক্ষেত্রে ভালো নামের একটি অংশ ডাক নাম হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ মোঃ এহসান এর ডাক নাম এহসান। মোঃ আব্দুস সালামের ডাক নাম হয়তো সালাম।
৩. বংশগত নামঃ ২/৩ পুরুষ আগেও মুসলমান সম্প্রদায় সাধারনত নামের শেষ অংশে বংশের নাম ব্যবহার করতো। যেমন চৌধুরী, প্রামানিক, মন্ডল, পাটোয়ারী, বিশ্বাস, ভুঁইয়া ইত্যাদি। ইদানীং নামের সাথে বংশগত নাম রাখার প্রচলন প্রায়ই উঠে গেছে। যদিও হিন্দু সম্প্রদায়ে শেষ অংশে বর্ণ বা কাস্ট উল্লেখ থাকে। যেমনঃ চক্রবর্তী, অধিকারী, শীল, দাস, কর্মকার, সেন, ভট্টাচার্য্য ইত্যাদি।
আমাদের নামকরনের সমস্যাঃ
১. আমাদের সুনির্দিষ্ট নামকরন প্রথা না থাকায় সবচেয়ে সমস্যায় পড়তে হয় দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ বাসেত মিয়াকে যখন মধ্যপ্রাচ্যের ইমিগ্রেশন পার হতে হয়, মোহাম্মদ বাসেত মিয়ার ঘাম ছুটে যায় অফিসারকে বিশ্বাস করাতে, যে সত্যি সত্যিই তার বাবা মোঃ আব্দুল করিম। কারন নিয়মানুসারে First name যদি মোহাম্মদ হয়, সেটাই মোহাম্মদ বাসেত মিয়ার প্রদত্ত নাম (আমাদের ভাষায় ডাক নাম) আর বাসেত তার বাবার নাম হবার কথা। আর বাবার Surname এর ঘরে লেখা করিম আর ছেলের Surname এর ঘরে লেখা মিয়া। (তাদের দৃষ্টিতে) এটা কিভাবে সম্ভব??
অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেও একই অবস্থা। ধরুন এক কোম্পানীতে তিনজন বাংলাদেশি কাজ করেন। তারা মোঃ আলতাফ মিয়া, মোঃ রহিম বখশ এবং মোঃ আব্দুল করিম। এদের প্রত্যককেই তারা মোহাম্মদ ডাকবে। নিশ্চয়ই তিন জনের জন্যও সেটা বিব্রতকর। ওরা বলতেই পারে, তোমাদের দেশে মোহাম্মদ ছাড়া কি আর নাম নেই?? নামের একটি সুনির্দিষ্ট প্রথা থাকলে আমাদের এই সমস্যার সৃষ্টি হতো না। আরেকটি মজার ব্যপার হলো, নামের আগে Md. লেখা দেখে অনেক বাংলাদেশীকেই পশ্চিমা দেশে মনে করা হয় সে হয়তোবা MD ডিগ্রীধারী।
২. আমাদের বড় একটি সমস্যা নামের আগে মোহাম্মদ ব্যবহার করা। আমাদের একটা মারাত্মক ভুল ধারনা আছে মুসলমান ধর্মাবলম্বী মানেই নামের আগে মোহাম্মদ থাকতে হবে। ধর্মীয় বিধান অনুযায়ী একটি সুন্দর অর্থবহ ইসলামিক নাম থাকতে হবে, তার মানে এই নয় সবার নামের আগে মোহাম্মদ থাকা আবশ্যকীয়। অনেকের ক্ষেত্রে আলহাজ্ব ও নামের অংশ হয়ে যায়। আমার একটি ছোট্ট প্রশ্ন, চার খলিফা সহ কয়জন সাহাবা কেরাম, তাবেঈ বা তাবেঈন এর নাম মোহাম্মদ দিয়ে শুরু? কিংবা আমরা কি উনাদের নামের পুর্বে আলহাজ্ব ব্যবহার করি? বিশ্বের অপরাপর মুসলিম দেশ গুলোতে এই প্রচলন নেই।
৩. ধরা যাক কারো নাম মোহাম্মদ আব্দুল জব্বার। পাসপোর্ট পুরন করার সময় সাধারনতঃ Given name এর জায়গায় লেখা হয় Md. বা Mohammad, এরপর Middle name এর জায়গায় লেখা হয় Abdul এবং Surname এর জায়গায় লেখা হয় Jobbar. উনার Surname বা বংশগত নাম কি Jobbar? সত্যিকার অর্থে এই জব্বার সাহেবের পুরো নামটাই আসলে Given name. মো: আব্দুল জব্বার একটি উদাহরন মাত্র, আমাদের পুরো জনগোষ্ঠীর প্রায় সকলেরই একই অবস্থা।
৪. ইদানীং সুন্দর দুটো নাম একত্র করে আমরা বাচ্চাদের নাম রাখি। শুনতে খুব সুন্দর শোনালেও আসলে সেখানেও বিভ্রাট। শাহরিয়ার নাফিস, ইমতিয়াজ ফারুক, আনিকা নাওয়ার, জায়েদ ইকবাল, মাহজাবীন আঞ্জুম ইত্যাদি সব বাহারী নাম। ইমতিয়াজ ফারুককে প্রশ্ন করতে হয়, ভাই আপনাকে ইমতিয়াজ নামে ডাকবো নাকি ফারুক নামে ডাকবো? ইমতিয়াজ ফারুক হয়তো নিজেই জানেন না এই প্রশ্নের উত্তর। তাই কোথাও হয়তো উনি ইমতিয়াজ, কোথাওবা ফারুক আর ইমতিয়াজ ফারুকের ডাকনাম সুমন হলে বাসায় বা পাড়ায় বা প্রিয়জনদের কাছে সুমন।
আয়ারল্যান্ডের ডেনিয়েল হেগিন্স কিন্তু সব জায়গাতেই ডেনিয়েল। যদিও সম্মান করে তাকে মি. হিগিন্সও বলা হয়। স্থান কাল পাত্র ভেদে তাকে ভিন্ন নামে ডাকা হতে পারে কিন্তু সবাই জানে তাকে কোথায় কিভাবে ডাকতে হবে। এই প্রশ্ন তাকে কখনো করার প্রয়োজন পড়ে না, তোমাকে ডেনিয়েল নাকি হিগিন্স নামে ডাকবো?
আমাদের দেশের নামকরন প্রথা বা নেইমিং কনভেনশন নিয়ে ব্যক্তিগত প্রস্তাবনাঃ
১. নামকরনের বিষয়ে অবশ্যই আমাদের একটা নিয়মনীতিতে আসতে হবে। আসতেই হবে। সরকারকে এ ব্যপারে এগিয়ে আসতে হবে। তবে জনসচেতনতাটা ভীষন গুরুত্বপূর্ণ।
২. নামের শুরুতে মোহাম্মদ/মোঃ/Md রাখার প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।
যার নামের শুরু মোহাম্মদ দিয়ে, তার Given name/First name বা ডাক নাম হবে মোহাম্মদ। সেক্ষেত্রে Md. কোনভাবেই লেখা যাবে না, বিশেষতঃ পাসপোর্টে।
৩. কিভাবে হতে পারে নামকরনঃ (ব্যক্তিগত প্রস্তাবনা)
i) ছেলেদের নামের ক্ষেত্রেঃ
যেহেতু আমাদের দেশে মুসলমান সম্প্রদায়ের মাঝে ইদানীং আর বংশের কোন বালাই নেই, কাজে আমাদের জন্য উত্তম এবং সহজ পদ্ধতিটি হবে মধ্যপ্রাচ্যের নেইমিং কনভেনশন ফলো করা। অর্থাৎ নামের প্রথম অংশ হবে নিজ নাম/ Given name এবং ২য় অংশ/ Middle name বাবার নাম। ৩য় অংশ/ Surname এ থাকবে বংশগত নাম।
যেমন বুলবুল আলমের সন্তানের নাম যদি ইমতিয়াজ রাখা হয়, তবে ইমতিয়াজের নামের প্রথম ও দ্বিতীয়াংশ হবে ইমতিয়াজ বুলবুল। ইমতিয়াজের সন্তান যদি হয় নাফিস, তবে নাফিসের ক্ষেত্রে নাফিস ইমতিয়াজ। নামের প্রথম অংশটি অর্থাৎ নাফিস হবে তার ডাক নাম।
ii) মেয়েদের নামের ক্ষেত্রেঃ ধরা যাক মেয়ের নাম রাখা হলো শামীমা। বাবার নাম ইমরোজ হোসেন। এক্ষেত্রে মেয়ের নামের প্রথম ও দ্বিতীয় অংশ মিলিয়ে তার নাম হতে পারে শামীমা ইমরোজ। এক্ষেত্রে ডাক নাম বা Given name হবে শামীমা। বিয়ের পরে মেয়েদের নাম পরিবর্তনের কোন প্রয়োজন নেই।
iii) সমস্যা হলো Surname বংশগত নাম নিয়ে। এর সমাধানটি কঠিন। এক্ষেত্রে আমরা পুর্ব পুরুষদের বংশ খুঁজে বের করতে পারি। অথবা বাবা বা দাদার নামের শেষ অংশটিকে Surname বা বংশগত নাম হিসেবে ব্যবহার করতে পারি। যেমন নাফিস ইমতিয়াজ এর বংশগত নাম দাদার নামের ‘বুলবুল আলম’ থেকে আলম আসতে পারে। কাজেই নাফিসের পুরো নাম হতে পারে ‘নাফিস ইমতিয়াজ আলম’। আলম অংশটুকু বংশ পরম্পরায় চলতে থাকবে। তেমনিভাবে শামীমার পুরো নাম হতে পারে ‘শামীমা ইমরোজ হোসেন’।
অর্থাৎ সুনির্দিষ্টভাবে বংশ না পাওয়া গেলে বাবা বা দাদার নামের শেষ অংশ (আলম, হক, হোসেন, উদ্দীন) অথবা যেকোন অংশকে Surname হিসেবে ব্যবহার করা যেতে পারে। শুরু হোক না নতুন একটা বংশের গোড়াপত্তন, যেই Surname ওই পরিবারের উত্তর পুরুষরা ব্যবহার করবে যুগের পর যুগ, বা শতাব্দীর পর শতাব্দী!! আমাদের কোন একটা জায়গা থেকে শুরুটা তো করতে হবে।
নেইমিং কনভেনশন চালু থাকলে কি সুবিধাঃ
১. আমাদের জাতির নিজস্ব একটি নেইমিং কনভেনশন বা নামকরন প্রথা থাকবে।
২. নাম নিয়ে বিভ্রাট বন্ধ হবে, দেশে বা বিদেশে।
৩. নাম সংক্রান্ত সরকারী কাজ, দলিল দস্তাবেজ ইত্যাদির কাজ নিঃসন্দেহে সহজ হবে। নাম বলেন দলানো নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতি কমে যাবে।
৪. বাবার নাম কি বা ডাক নাম কি, ভালো নাম কি, এইসব প্রশ্নগুলো অবান্তর হয়ে যাবে, কেননা কারো নামের সাথেই স্বয়ংক্রিয় ভাবেই তার ডাক নাম ও বাবার নাম চলে আসবে।
৫. ‘ইমতিয়াজ ফারুক’ বা শাহরিয়ার নাফিসের নাম একেক জায়গায় একেক রকম হবে না, বা এমন প্রশ্নের মুখে পড়তে হবে না, ভাই আপনাকে ইমতিয়াজ নাকি ফারুক নামে ডাকবো?
এগুলো কেবলই ব্যক্তিগত প্রস্তাবনা। এরচেয়ে অনেক অনেক উত্তম প্রস্তাবনা আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এটাকে আমলে নিয়ে কাজটি শুরু করা।
করনীয় কি?
১.সরকারকে সুনির্দিষ্ট নেইমিং কনভেনশন বা জাতির নামকরন প্রথা ঘোষনা দিতে হবে।
২. সামাজিক সচেতনতা তৈরী করতে হবে। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদিতে ব্যাপক প্রচারনা করা যেতে পারে।
৩. সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে পারে।
বিশাল জনগোষ্ঠীর একটি দেশে কোন কিছুই রাতারাতি সম্ভব নয়। কিন্তু আমাদের জাতীয় প্রয়োজনেই একটি সুনির্দিষ্ট নামকরন প্রথা বা Naming Convention থাকা অত্যন্ত জরুরী। এটি সময়ের দাবী। প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় ব্যপক প্রচারনার উদ্যোগ নিলে, সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে সর্বোপরি সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা নিলে, এটিকে বাস্তবে রূপ দেয়া কেবল সময়ের ব্যপার।
(সমাপ্ত)
লেখকঃ সাঈদ মাহমুদ আলী রেজা, আয়ারল্যান্ড থেকে
সাঈদ মাহমুদ আলী রেজা: জ্ঞানগর্ভ লেখা পোস্ট দেবার মত জ্ঞানী মানুষ আমি নই। দেশ জাতি নিয়ে ভাবার যোগ্যতাও আমার নাই। তাবৎ দুনিয়ায় প্রায় সব জাতিগোষ্ঠীতে ব্যক্তির নামকরনের নিজস্ব প্রচলিত প্রথা থাকলেও আমাদের নেই। সুদীর্ঘকাল বিদেশে থাকার কারনে সন্তানদের আর নিজের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন চেকিং এ দাঁড়িয়ে অনেকবারই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমার বিশ্বাস অনেকেরই হয়েছে। তাই বিবেকের তাড়না থেকেই লেখা। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসাটা জরুরি। আমার বিশ্বাস একটি ব্যাপক জনসচেতনতা তৈরী করে, যুগ যুগান্তরের অনিয়ম ভেঙ্গে, আমাদের দেশেও একটি উপযুক্ত নেইমিং কনভেনশন প্রচলন করা সম্ভব। অবশ্যই সরকার, সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে, আমাদের প্রয়োজনেই।
বিভিন্ন জাতিগোষ্ঠীতে নেইমিং কনভেনশন বা নামকরন প্রথা এবং আমাদের প্রেক্ষাপটঃ
(১ম পর্ব)
প্রায় প্রতিটি জাতিগোষ্ঠীতে ব্যক্তির নামকরণের একটি নির্দিষ্ট রীতি রয়েছে। এটাকে বলে নেইমিং কনভেনশন। নেইমিং কনভেনশন বা নাম করন প্রক্রিয়া কোন একটি জাতির ঐতিহ্য বা সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। এমনকি অনেক দেশে নামকরনের বিষয়ে সরকারী নিয়মনীতি এমনকি নানান ধরনের বিধিনিষেধও রয়েছে। জার্মানীতে সম্ভবতঃ সবচেয়ে কড়া বিধিনিষেধ, যেখানে ‘সিভিল রেজিষ্ট্রেশন অফিস’ কর্তৃক বাচ্চার নামের রেজিষ্ট্রেশন করাতে হয়। বিধি মোতাবেক না হলে বাবা মা তার সন্তানের জন্য পছন্দ করা নাম নাও পেতে পারে।
যদিও ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে নামকরণ প্রথা অনেক বিশদ আলোচনার দাবী রাখে, খুব সংক্ষেপে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।
নাম ছোট বড় যাই হোক না কেন, নামের দুটো বা তিনটি অংশ থাকে;
১. প্রদেয় নাম বা ব্যক্তিগত নাম (Given name/ Personal name) এই অংশটিই ব্যক্তির পরিচিতিমুলক নাম। অধিকাংশ জাতিগোষ্ঠীতে নামের এই অংশ প্রথমে থাকে তাই একে নামের প্রথমাংশ (First name/Forename) ও বলা হয়। কারো এক বা একাধিক Given name থাকতে পারে।
২. পারিবারিক বা বংশগত নাম (Surname): প্রায় সব জাতিগোষ্ঠীতেই এটি নামের আবশ্যকীয় অংশ।
৩. মধ্যাংশ (Middle name): অনেক জাতিগোষ্ঠী নামের মধ্যাংশ বা Middle Name ব্যবহার করে থাকে। এই অংশে সাধারণত প্রদেয় নামের (Given name) দ্বিতীয় বা বর্ধিত অংশ, বাবার নাম অথবা মায়ের বংশগত নাম ব্যবহার করা হয়।
নামকরণ প্রক্রিয়া দেশে দেশেঃ
১. এ্যাংলো অস্ট্রেলিয়ান জাতি সমুহঃ
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ সকল ইংরেজী ভাষাভাষী জাতি সমুহে প্রধানত ২টি বা ৩টি অংশ থাকে। প্রথম অংশ বা প্রথম দুটো অংশ প্রদেয় বা ব্যক্তিগত নাম, শেষাংশ পিতার বংশগত নাম। দ্বিতীয় অংশ ঐচ্ছিক।
যেমনঃ প্যাট্রিক ডেনিয়েল হিগিন্স Patrick Daniel Higgins (আইরিশ নাম)
প্যাট্রিক ডেনিয়েল প্রদেয় বা ব্যক্তিগত নাম ( First name) হিগিন্স বংশগত নাম (Surname)। দ্বিতীয় অংশ (Middle name) ডেনিয়েল কাগজে কলমে বা পরিচিতিতে ইদানীং খুব কমই ব্যবহৃত হয়। কাজেই ভদ্রলোক প্যাট্রিক হিগিন্স (Patrick Higgins) নামেই পরিচিতি পান। রীতি অনুযায়ী মহিলারা বিয়ের পর স্বামীর বংশগত নাম ধারন করেন। যেমন এমিলি স্মিথ (Emily Smith), প্যাট্রিক হিগিন্সকে বিয়ে করে হয়ে যান এমিলি হিগিন্স (Emily Higgins)
আইরিশ ছেলে মেয়েদের ব্যক্তিগত নাম (Given name) বাবা ও মায়ের পরিবার সদস্যদের নামে রাখা হয়, একটি বিশেষ প্রচলিত ক্রম ব্যবহার করে। যেমন পরিবারে প্রথম ছেলের নাম দাদার নামে, প্রথম মেয়ে নানীর নামে হয়ে থাকে।
২. আরবদেশ সমুহ ও মধ্যপ্রাচ্যঃ
আরবদের নামে সাধারনত নামের ৩ টি অংশ থাকে। প্রথমাংশে ব্যক্তিগত বা নিজস্ব (First name) নাম, দ্বিতীয়াংশে (Middle name) বাবার নাম, তৃতীয়াংশে (Surname) পিতার বংশগত নাম। যেমনঃ আহাম্মাদ সাইদ কালবানী (পুরুষ), নুরা আব্দুল্লাহ আলমামারী (মহিলা)। ভদ্রলোকের নিজ নাম আহাম্মাদ বাবার নাম সাইদ এবং পিতার বংশগত নাম কালবানী। মেয়েদের নাম বিবাহের পরও অপরিবর্তিত থাকে। কোন কোন আরব দেশে (সৌদী, সুদান) পিতার নামের পর পিতামহের নাম জুড়ে দেয়া হয়। যেমনঃ ইয়াসির সীদ-আহমেদ আবু-নুর আলখালিলি। নিজ নাম ইয়াসির, বাবা সীদ আহমেদ, দাদা আবু নুর, আল খালিলি বংশগত নাম।
৩. পুবের দেশ সমুহ ( চীন, জাপান, কোরিয়া, ইত্যাদি) অন্য জাতিগোষ্ঠীর মতো এদের (অধিকাংশ ক্ষেত্রে) নামের ২টি অংশ থাকে। কিন্তু মজার ব্যপার, ক্রমবিন্যাসটা অন্যান্যদের ঠিক বিপরীত। যেমন জ্যাং চেন (Zhang Chen) (চাইনিজ) ; কিম মিনসু (Kim Min-su) (কেরিয়ান), ইয়ামামোতো ইয়োকিয়ো (Yamamoto Yukio) (জাপানী)। এক্ষেত্রে জ্যাং, কিম কিংবা ইয়ামামোতো পিতার বংশগত নাম আর চেন, মিন-সু, ইয়োকিয়ো যার যার ব্যক্তিগত নাম। কাজেই এদের নামের ক্রমবিন্যাস [Family name] [Given Name]
৪. পর্তুগাল, স্পেন ও তাদের কলোনীভুক্ত দেশ সমুহঃ
এদের ক্ষেত্রে ব্যক্তিগত এক বা একাধিক নামের (First/ Given name) এর পর বাবা এবং মা দুজনের বংশগত নাম (প্রথমাংশ) ব্যবহার করে।
i) এক্ষেত্রে স্পেন বা স্পেনের কলোনীভুক্ত দক্ষিন আমেরিকার দেশ সমুহে (আর্জেন্টিনা, বলিভিয়া, পেরু, চিলি, কলোম্বিয়া, কোষ্টারিকা, উরুগুয়ে, প্যারাগুয়ে, পানামা, ইকুয়েডর, কিউবা ইত্যাদি)
এরা নিজস্ব নামের পর প্রথমে বাবার বংশগত নাম পরে মায়ের বংশগত নাম ব্যবহৃত হয়।
স্প্যানিশ নামঃ [Given Name(s)] [Father’s Surname] [Mother’s Surname]
* উদাহরনঃ জুয়ান রডরিগেজ জাপাটেরো (Juan Rodriguez Zapatero)
* ভদ্রলোকের ব্যক্তিগত নাম (First/ Given name) জুয়ান। বংশগত নামের (Surname) দুটো অংশ। রডরিগেজ বাবার বংশগত নাম, জাপাটেরো মায়ের বংশগত নাম।
* মনে করি এই ভদ্রলোকের বিয়ে হলো সোনসোলেস এস্পিনোসা ডিয়াজ (Sonsolese Espinosa Diaz) নামের মহিলার সাথে।
* তাদের ছেলের নাম রাখা হলো (Given name) এলবা (Alba)
কাজেই ছেলের পুরো নাম হবে Alba Rodriguez Espinosa অর্থাৎ Given name এর পর পিতামাতা ২ জনের Surname এর প্রথমাংশ।
ii) পর্তুগাল বা পর্তুগীজ কলোনীর দেশ সমুহে (ব্রাজিল, উরুগুয়ে, ভেনিজুয়েলা ইত্যাদি)
* পর্তুগীজ নামঃ [Given name(s)] [Mother’s Surname] [Father’s Surname]
এদের নিজস্ব নাম ( Given name) এক বা একাধিক থাকে। Sur name এর ক্ষেত্রে এরা বাবা মা এর বংশগত নামের একটি করে অংশ রাখে কিংবা এক একজনের দুটো দুটো করে পুরোটাই নামের সাথে জুড়ে দেয়, কিন্তু স্প্যানিশদের সাথে পার্থক্য হলো, এরা মায়ের বংশগত নামটি আগে রাখে, পিতারটি পরে।
* উদাহরনঃ লুইজ-জোয়াও অলিভিয়েরা সিলভা (Luiz Joao OLIVIERA SILVA) এক্ষেত্রে লুইজ জোয়াও নিজ নাম, ওলিভিয়েরা মায়ের বংশগত নাম এবং সিলভা পিতার বংশগত নাম।
* এদের কোন middle name থাকে না।
* মেয়েরা বিয়ের পর স্বামীর বংশগত নামেও ভাগ বসায়। তাই পর্তুগীজ মেয়েদের নাম অনেক লম্বা হয়ে থাকে। যেমন Maria do Carmo Mao de Ferro e Cunha de Almeida Santa Rita Santos Abreu
* সুদুর অতীতে অনেক অনেক নিজস্ব নাম (Given name) ব্যবহার করে বিশাল নাম রাখা পর্তুগীজদের আভিজাত্যের বহিঃপ্রকাশ ছিলো। পর্তুগালের রাজা ৪র্থ পেড্রোর নাম ছিলো
‘পেড্রো ডি এলসান্ট্রা ফ্রান্সিস্কো এন্টোনিও জোয়াও কার্লোস জেভিয়ার ডি পাওলো মিগুয়েল রাফায়েল জোয়াকুইম জোসে গনজাগা প্যাস্কেল ক্যাপ্রিয়ানো সেরাফিম ডি বরবোন ড্রাগাংকা।’
(পরবর্তী পর্বে, আমাদের প্রেক্ষাপট)
লেখকঃ সাঈদ মাহমুদ আলী রেজা, আয়ারল্যান্ড থেকে
আজ ১৪ ফেব্রুয়ারি , বিশ্ব ভালোবাসা দিবস। আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হয় এ দিবসটি।
ভালোবাসা দিবসের এ দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। কীভাবে এলো ভালোবাসা দিবস।
ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। দিনটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন দিবস। যাকে ভালোবাসা দিবস নামে আখ্যা দেওয়া হয়। তবে দিবসটির পেছনে জড়িয়ে আছে একজন মানুষ। তার নাম সেইন্ট ভ্যালেনটাইন।
ঘটনাটি ১৭৫৪ বছর পুরনো। ২৬৯ সালের ১৪ ফেব্রুয়ারি হত্যা করা হয়েছিল সেইন্ট ভ্যালেনটাইনকে। দিনটি মূলত তার মৃত্যুবার্ষিকী। ভ্যালেন্টাইন ছিলেন তৎকালীন রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক৷ ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দি করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন এক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। তাই তার প্রতি ইর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি।
৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন।
খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। পাকিস্তানে ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করেন সে দেশের আদালত।
বর্তমানে পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেটসহ অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে এবং আনুমানিক প্রায় আড়াই কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।
আবার কারও মতে, রোমের সম্রাট ক্লডিয়াস ২০০ খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন, আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না। যুবকদের জন্য শুধুই যুদ্ধ। তার মতে, যুবকরা যদি বিয়ে করে, তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক। যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে খেপে উঠেছিলেন সম্রাট। রাজদ্রোহের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। ১৪ ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতে, তখন থেকেই এ দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসেবে। তবে এটিও সর্বজনস্বীকৃত নয়।
কারও মতে, প্রাচীন রোমে দেবতাদের রানি জুনোর সম্মানে ১৪ ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো। রোমানরা বিশ্বাস করত যে, জুনোর ইশারা-ইঙ্গিত ছাড়া কোনো বিয়ে সফল হয় না। ছুটির পর দিন ১৫ ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজারও তরুণের মেলায় র্যাফেল ড্রর মাধ্যমে সঙ্গী বাছাই প্রক্রিয়া চলত।
ভালোবাসা দিবসের ইতিহাস নিয়ে এমন অনেক প্রচলিত ঘটনা, তথ্য-উপাত্ত পাওয়া যায়। একেকজন একেকভাবে এর যুক্তি ব্যাখ্যা উপস্থাপন করেন। তবে তাদের মধ্যে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকীর দিন কেন্দ্র করেই দিবসটি এসেছে বেশি মত পাওয়া গেলেও সিংহভাগ মানুষই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে জানেন। দিনটি কেন্দ্র করে বিশ্বের অনেক দেশেই চলে নানা আয়োজন।
বাংলাদেশে ‘ভালোবাসা দিবস’ উদযাপন চালু করেন সাংবাদিক শফিক রেহমান। ১৯৯৩ সালে তার সম্পাদিত ‘যায় যায় দিন’ পত্রিকায় প্রথম এই দিনটিকে উপলক্ষ করে বিশেষ ‘ভালোবাসা সংখ্যা’ বের করেছিলেন তিনি। দিনে দিনে সে ভালোবাসা দিবস রীতিমতো উৎসবে রূপ নিয়েছে।