যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে এখন আগে থেকে নিবন্ধন ছাড়াই কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি করোনার টিকা নেওয়া যাবে। ১৬ বছরের ঊর্ধ্বে যে কেউ নগর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে এই টিকা নিতে পারবে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ২৩ এপ্রিল জানিয়েছেন, এখন থেকে নগরীর যেকোনো এলাকায় বাস করা লোকজন নগর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত যেকোনো কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন। এ জন্য আগে থেকে তাঁদের আর তালিকাভুক্তির প্রয়োজন হবে না। নিউইয়র্ক নগরে ২৩ এপ্রিল পর্যন্ত ৬০ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়ে গেছে বলে মেয়র ব্লাজিও জানিয়েছেন।